॥ বাঁশিওয়ালা ॥

ওগো বাঁশিওয়ালা !
বাঁশি বেয়ে পথ এঁকে তাকাও এ’দিকে,
আমি দাঁড়িয়ে আছি মোহনায়
সব-হারানো জোছ্ নায় ।
কেনো ডাকো আধো রাতে
মরণ থেকে ফিরতি স্রোতে ?

সর্বনাশা নেশায়
কেনো বাজাও উদারায়
মন ভোলানো গান,
কেনো বাজাও মুদারায়
জ্বালা ধরা অপমান,
আর আশমানী তারায়,
ছল ভরা উড়ান ?

ওগো সাথী !
ঝড় তুলে লহরে…
জ্বেলেছো কি দ্রোহ সন্ত্রাস ভোরে,
রচেছো কি পথ নিয়ম ভাঙার নিয়োজনে
মেনেছো কি প্রেম রাধামনের উচাটনে ?
বাঁশিখানা মিথ্যে করে
তুমি তো সেই গেলে চলে
ঘাসগন্ধ ভোরে ।
ওগো বাঁশিওয়ালা !
হলুদ নদীর পারে,
তুমি কি কারোর ছিলে,
তুমি কি কারোর হ’লে ?

সুনন্দা হালদার ॥

admin

Share
Published by
admin
Tags: bengali poem

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: