মাধ্যমিকে ভালো ফল করেছে ফ্রন্টপেজ অ্যাকাডমি


বুধবার,০৬/০৬/২০১৮
900

ফারুক আহমেদ---

এবছরও মাধ্যমিকে ভালো ফল করল উত্তর চব্বিশ পরগনার ফ্রন্টপেজ অ্যাকাডেমি। মোট ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন প্রথম বিভাগে ও ৩ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৫৮ জনের মধ্যে ৩১ জন পাঁচ’শ ও তার বেশি নম্বর পেয়েছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে রিজওয়ান মন্ডল। প্রাপ্ত নম্বর ৬২৪। রিজওয়ান বারুইপুরের বাসিন্দা নিয়ামতুল্লাহ মন্ডলের পুত্র। নিয়ামতুল্লাহ সাহেব বেসরকারি সিকিউরিটি সংস্থার কর্মী হিসাবে কাজ করেন। নিম্ন ও মধ্য মেধার ছাত্রদের নিয়ে এই ফল করতে পেরে ফ্রন্টপেজ পরিবারের সকলেই খুশি। খুশি হয়েছেন অভিভাবকরাও।

ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন আমাদের উচ্চ মানের পরিকাঠামো ও সুবিশাল ক্যাম্পাস তৈরি হয়েছে। আগামী দিনে আমরা আরো ভালো রেজাল্ট দিতে পারব ইনশা আল্লাহ। অ্যাকাডেমির ডাইরেক্টর ড. জাহিদুল সরকার সফল ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট