মাধ্যমিকে ভালো ফল করেছে ফ্রন্টপেজ অ্যাকাডমি


বুধবার,০৬/০৬/২০১৮
1016

ফারুক আহমেদ---

এবছরও মাধ্যমিকে ভালো ফল করল উত্তর চব্বিশ পরগনার ফ্রন্টপেজ অ্যাকাডেমি। মোট ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন প্রথম বিভাগে ও ৩ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৫৮ জনের মধ্যে ৩১ জন পাঁচ’শ ও তার বেশি নম্বর পেয়েছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে রিজওয়ান মন্ডল। প্রাপ্ত নম্বর ৬২৪। রিজওয়ান বারুইপুরের বাসিন্দা নিয়ামতুল্লাহ মন্ডলের পুত্র। নিয়ামতুল্লাহ সাহেব বেসরকারি সিকিউরিটি সংস্থার কর্মী হিসাবে কাজ করেন। নিম্ন ও মধ্য মেধার ছাত্রদের নিয়ে এই ফল করতে পেরে ফ্রন্টপেজ পরিবারের সকলেই খুশি। খুশি হয়েছেন অভিভাবকরাও।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন আমাদের উচ্চ মানের পরিকাঠামো ও সুবিশাল ক্যাম্পাস তৈরি হয়েছে। আগামী দিনে আমরা আরো ভালো রেজাল্ট দিতে পারব ইনশা আল্লাহ। অ্যাকাডেমির ডাইরেক্টর ড. জাহিদুল সরকার সফল ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট