ভাঙড়ের ছেলেগোয়ালিয়া ইসলামী সমাজ কল্যাণ সমিতি গরীব দুঃস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করলো। এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় শতাধিক ব্যক্তির হাতে এই বস্ত্র তুলে দেন কমিটির সদস্যগণ। এছাড়া প্রায় ত্রিশ জনের হাতে অর্থ সাহার্য হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক বিদ্যালয় শিক্ষক মেকাইল মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের ভাঙড় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বাকিবিল্লা এবং স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন সদস্য রেজাউল আহমেদ,অন্য আর এক প্রাক্তন সদস্য আব্দুল জলিল ঘরামী ও কমিটির সকল সদস্য ।
বস্ত্র ও অর্থ বিতরণ ইসলামী সমাজ কল্যাণ সমিতির
শুক্রবার,০৮/০৬/২০১৮
604
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2018/06/selegolamia-islami-kollan-somiti.jpg)
সাদ্দাম হোসেন মিদ্দে---