ভারী বৃষ্টি পূর্বাভাস রাজ্যজুড়ে


শুক্রবার,০৮/০৬/২০১৮
960

শুভ বিশ্বাস---

আজ সকাল থেকে আকাশ ছিল আংশিক মেঘলা, দিন এর শেষ এ আবার কালোমেঘ জমতে দেখা যায় আকাশ জুরে। সবমিলিয়ে স্বস্তির নিশ্বাস পেল শহরবাসী। হাসফাস গরমে প্রান ওস্টাগত,অফিস, কাচারি,রাস্তাঘাট গরমে নাজেহাল শহরবাসী। তার ই মধ্য স্বস্তির আশ্বাস শহর জুরে।তবে এই বছর বর্ষা কবে আসবে সে ব্যাপার এ আবহাওয়া দপ্তর সুত্রে কোন খবর না পাওয়া গেলেও,কিছুদিনের মধ্য বর্ষা আগমন ঘটবে বাংলায় তা বলাই যায়। তবে আজ সন্ধ্যার পর থেকে কিছু এলাকাজুড়ে ভারী ও মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট