ভারতীয় ব্যাংক এর উন্নতি প্রকল্পে প্রতিটি ব্যাংক এ একটি করে কমিটি রাখার প্রস্তাব আনা হয়েছে। ব্যাংক এর যে কোন বিশয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে এই কমিটি। আজ একটি অনুস্টানে একথা জানান কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। এছাড়া ব্যাংক এর নানান সমস্যা সমাধান করাই এই কমিটির মুখ্যকাজ।অভিজ্ঞ ব্যাক্তিদের পরামর্শ নিয়ে এই কমিটি গঠন করা হবে।
Auto Amazon Links: No products found.