আর্টস নিয়ে পড়েও প্রথম হওয়া যায় প্রমান করল গ্রন্থন 


শুক্রবার,০৮/০৬/২০১৮
1227

বাংলা এক্সপ্রেস---

কলাবিভাগ নিয়ে পড়ে উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন। সব মিলিয়ে খুশির আমেজ গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে।গ্রন্থন জানায় সে ইতিহাস নিয়ে পড়তে চায় বড় হয়ে প্রফেসার হতে চায়।তার স্বপ্নগুলো পুরন করতে চায়। মাধ্যামিকের মত উচ্চমাধ্যমিকে জেলার দাপট অব্যাহত।উচ্চমাধ্যমিক এর ফলাফল অনুযায়ী দেখা যায় জেলাজুড়ে নানান মেধাবী ছাত্রছাত্রী ভালো ফলাফল করেছে। তবে কলাবিভাগ নিয়ে পড়ে অনন্য নজির সৃষ্টি করল গ্রন্থন। শুভ কামনা রইল বাংলা এক্সপ্রেসের তরফ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট