আজ ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত


রবিবার,১০/০৬/২০১৮
887

বাংলা এক্সপ্রেস---

আজ রবিবার কেনিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। র‍্যানকিং এ ভারত কিছুটা এগিয়ে থাকলে ও সেইসব কথা আমল দিতে নারাজ মেন ইন ব্লু।সুনীল ছেত্রির উপর আজ বাড়তি দায়িত্ব থাকবে। লীগ পর্যায় এ কেনিয়াকে ৩-০ হারানো অতীত বলে মনে করেন সুনীল ছেত্রী।ভারতের কোচ স্টিফেন কন্স্যন্টন্টাইন জানান যে আমাদের ছেলেরা মাঠে আজ সেরাটা দিতে প্রস্তুত। ভারতবাসী কাছে আজ এক গর্বের দিন। সবমিলিয়ে বলা যায় আজ গ্যালারী জুরে থাকবে ম্যান ইন ব্লু।সাথে শিরায় শিরায় উঠবে চিৎকার। এমন হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ভারতবাসী। শুধু আর কিছু ক্ষনের অপেক্ষা মাঠে নামবে ভারতীয় দল।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া উঠেছে সমর্থক দের পোস্ট।সবমিলিয়ে রবিবার বাড়তি আনন্দ নিয়ে আসবে আজ তা শুধু সময়ের অপেক্ষা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট