অভাব অনটন কে সাক্ষী রেখে এই বছর উচ্চমাধ্যমিক এ অনন্য নজির গড়লেন বিউটি প্রামানিক। বংশীহারী থানার সেরপুর এলাকার বাড়ি। বাড়িতেই ছোট একটি মিস্টি দোকান রয়েছে তার। এছাড়া হাটে মেলায় জিলিপি বিক্রি করে সে। অভাব অনটনের মধ্যে কাটে সংসার।জীবনের এই প্রতিকুলতা তাকে পরাজিত করতে পারেনি। ৪৪৫ নম্বর পেয়ে কলা বিভাগে এই ছাত্রী তার মেধাবী র পরিচয় দিল। তার বাবা বলয়বাবু জানান নিত্যদিন এর এই অভাব অনটনের মধ্য দিয়ে গেলেও মেয়ের সাফল্য খুব খুশি তারা। তবে মেধাবী এই ছাত্রী জানান যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে খুব সাহায্য করেছেন। বড় হয়ে শিক্ষিকা হতে চায় বিউটি প্রামানিক।তার স্বপ্ন সফল হোক বাংলা এক্সপ্রেস এর পক্ষ থেকে শুভ কামনা রইল।
Auto Amazon Links: No products found.