ব্যাঙ্ক লুট করে চম্পট দুষ্কৃতী


সোমবার,১১/০৬/২০১৮
637

বাংলা এক্সপ্রেস---

তিন দুস্কৃতী চম্পট দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৬১ হাজার টাকা নিয়ে । রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় এলাহাবাদ ব্যাঙ্কের শাখায় ঘটনাটি  ঘটেছে । চম্পট দেওয়ার ছবি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে ধরা পরল টাকার ব্যাগ হাতে দুস্কৃতীদের । রায়গঞ্জ থানার  বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের খোঁজে  । জানা যায় ইটাহার থানার সুরুন গ্রামের আলি মামুদ রশিদ ও মিনাতুল হোসেন দুই ব্যাঙ্ক মিত্র গ্রামের ছোট ছোট গ্রাহকদের টাকা পেমেন্ট করার জন্য  আজ রায়গঞ্জ শহরের এলাহাবাদ ব্যাঙ্কের মোহনবাটি শাখা থেকে ১ লক্ষ ৬১ হাজার টাকা তোলে।

টাকা একটি ব্যাগে ভরে ব্যাঙ্কের ভেতরেই একটি টেবিলে রেখে প্রয়োজনীয় কাগজপত্রের কাজ করতে থাকে। এরই ফাঁকে তিন দুস্কৃতী ব্যাঙ্ক থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। খানিক বাদে তারা দেখতে পায় টেবিলে রাখা ব্যাগটি নেই। এরপরই খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে।  রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশবাহিনী আসে  রায়গঞ্জের এলাহাবাদ ব্যাঙ্কের  মোহনবাটি শাখায়। খতিয়ে দেখা হয় ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যায় তিন দুস্কৃতী টাকার ব্যাগ হাতে নিয়ে ব্যাঙ্ক থেকে বেড়িয়ে যাচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট