প্রতিধ্বনি শুনি গো…

ভাবনার দিক থেকে দিল্লির রাজনীতিতে বাংলার নেতৃত্ব দেওয়ার কথা আমরা বইতে পড়েছি। কিন্তু আমার দীর্ঘ সাংবাদিক জীবনে এর কোন প্রত্যক্ষ প্রমাণ আমি পাইনি। জাতীয় রাজনীতিতে প্রণব বাবু, জ্যোতি বাবুর গুরুত্ব স্বীকার করেও আমি একথা বলছি। বাংলা আজ যা ভাবে কাল সারা দেশ তা ভাবে মহামতি গোখলের এই কথাটা যেন ইদানিং কালের রাজনীতিতে একটা বাতিল ভাবনা হয়ে গিয়েছিল। দিদি এই কথাটাতে যেন আবার প্রাণ প্রতিষ্ঠা করলেন। বিজেপিকে ঠেকাতে ফেডারাল ফ্রন্ট গড়ার ভাবনাটা তারই মস্তিস্কপ্রসূত। গত কয়েকবছর ধরে তিনি একথাটাই বলে আসছিলেন। ধুতি পাঞ্জাবী এবং প্যান্ট শার্ট পরিহিত তাত্ত্বিক বামপন্থীরা এটাকে এক অবাস্তব ভাবনা বলে উড়িয়ে দিয়েছিলেন। গোড়ার দিকে কংগ্রেসের মত সর্ব ভারতীয় দলও পশ্চিমবঙ্গের হাওয়াই চটি পরা সাধারণ ঘরের মুখ্যমন্ত্রীর এই কথাটাকে একেবারেই পাত্তা দেয় নি। তাত্ত্বিক বুদ্ধিজীবীদেরও দিদির যে কোন কাজ ও কথার ভুল ধরার একটা বদভ্যাস আছে। মোদীকে ঠেকাতে ফেডারাল ফ্রন্টের ভাবনাকে তারা উপহাস করেছিলেন। কিন্তু আজ উচ্চশিক্ষা ও তাত্ত্বিক ভাবনার বড়াই করা সেই পণ্ডিতরাই দিদির কথা মানতে বাধ্য হচ্ছেন। এই ব্যাপারটা বেশ মজার এবং এটা আমি উপভোগ করছি। দেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের একথাটা মানতে বাধ্য করেছে।

বাংলার কংগ্রেস সিপিএম ও বিজেপি নেতারা ২৪ ঘন্টা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই শাপশাপান্ত করুন না কেন তাকে ঘিরেই কিন্তু আজ আবর্তিত হচ্ছে দেশের বিজেপি বিরোধী রাজনীতি। দিদির সঙ্গে দিল্লি এসে এবার তারই প্রমাণ পেলাম আমি। সিপিএমের নেতারা নিস্ফল আক্রোশে তার বিরুদ্ধে যখন গালমন্দ করছেন ঠিক তখনই সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী ফেডারাল ফ্রন্ট গড়ে তোলার জন্য দিদি যে উদ্যোগ নিয়েছেন তাতে সামিল হওয়ার জন্য দিল্লির অন্ধ্র ভবনে বৈঠক করছেন দেশের চার মুখ্যমন্ত্রী। এই বৈঠকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নও ছিলেন। বঙ্গীয় বামেরা এতে বিরক্ত হলেও কিছু করার নেই। কারণ, ফেডারাল ফ্রন্ট আজ একটা বাস্তবতা। মোদী ব্রিগেডকে রুখতে গেলে এটা ছাড়া যে আর কোন উপায় নেই তা বিজয়নের মত বহুদর্শী প্রবীণ বামপন্থী নেতাও বুঝতে পেরেছেন। তাই কর্ণাটক, পশ্চিমবঙ্গ, অন্ধ্রের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনিও এই বৈঠকে সামিল হয়েছেন। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের চাইতে দেশের মানুষের স্বার্থকেই বিজয়ন বড় করে দেখেছেন।

এখন দেশের ফেডারাল ফ্রন্টের রাজনীতি দিদিকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছে। দিল্লির রাজনীতিতে পশ্চিমবঙ্গের একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব এতটা গুরুত্ব পাওয়ার ঘটনা আমি আমার সাংবাদিক জীবনে দেখিনি। আগে দেখতাম পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করে দিচ্ছেন হাইকম্যান্ড কিংবা পলিটব্যুরোর শিকড়হীন নেতারা। এখন সেই ছবিটা দিদি একেবারে বদলে দিয়েছেন। তারই দেখানো পথে চলেছেন দেশের তাবড় নেতারা। সিপিএম নেতারা দিদিকে গাল পাড়লেও দিদির সঙ্গে একই চিঠিতে সই করেছেন বিজয়ন। আবার কংগ্রেসও নিজেদের বড়দা সুলভ মনোভাব ছেড়ে আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব দিতে শুরু করেছে। এই মনোভাবটাই আগে ছিল না। এটাও ঘটল সব বিরোধী শক্তিগুলিকে এক করার ব্যাপারে দিদির প্রচেষ্টার যে সাফল্য পাওয়া গেছে তার কারণেই।

দিদির রাজনীতি যে কত সঠিক তা বিজেপির প্রতিক্রিয়া দেখেও বোঝা যায়। এন ডি এ-এর শরিক দলগুলিকে চাকর বাকর মনে করা মোদী, অমিত শাহরাও ফেডারাল ফ্রন্ট গড়ার এই প্রচেষ্টায় ভয় পেয়েছেন। তারা আবার পাত্তা দিতে শুরু করেছেন নীতিশ কুমার আর উদ্ধব থ্যাকারেদের। বিরোধীদের মধ্যে রাজনৈতিক অনৈক্য যে শাসকদলের হাতই শক্তিশালী করবে দিদির বলা একথার গুরুত্ব কংগ্রেসও এখন বুঝতে পেরেছে। দিল্লির লোকসভা নির্বাচনে আসন সমঝোতার জন্য এখন তারা আপের সঙ্গেও আলোচনা চালাচ্ছে। উনিশে কি হবে জানি না কিন্তু এই মুহূর্তে দেশের সাধারণ মানুষের ওপর বিজেপি যে আক্রমণ নামিয়েছে তার একটা সংঘবদ্ধ প্রতিরোধ জরুরি ছিল। দিদির প্রচেষ্টা মানুষের এই ইচ্ছেটাকে একটা বাস্তব চেহারা দিয়েছে।

দেশের ভালমন্দ এবং রাজনীতির নাড়ির গতি সঠিকভাবে বোঝেন বলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন রাজনীতিতে কেউই অচ্ছুৎ নয়, সবাইকেই সঙ্গে নিয়ে পথ চলতে হবে এবং বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যাবে না। এই জন্যই একের বিরুদ্ধে এক শ্লোগান তুলেছিলেন তিনি। আজকে তো একথাটাই দেশের প্রায় সব নেতারাই বলছেন। কলেজ জীবনে শোনা ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানটা মনে পড়ে গেল আমার প্রতিধ্বনি শুনি গো প্রতিধ্বনি শুনি। দিদির রাজনৈতিক ভাবনার প্রতিধ্বনি শুনছি দেশের কোণে কোণে।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

14 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

19 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

19 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

19 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

19 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

22 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: