২৪২ রানের বিরাট পরাজয়,ইংল্যান্ডের রেকর্ড রানের পাহাড়ে চাপা পড়ল অস্ট্রেলিয়া


শুক্রবার,২২/০৬/২০১৮
1269

সাদ্দাম হোসেন মিদ্দা---

চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ট্রেন্টব্রিজে একদিনের ক্রিকেটে রেকর্ড ৪৮১ রানের বিশাল রানের পাহাড়ে চাপা পড়ল অজিরা। মাত্র ৩৭ ওভারে ২৩৯ রানেই আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বেয়ারস্টো ও হেলসের সেন্চুরি এবং রয় ও মর্গানের  হাফ সেন্চুরির শক্ত সিড়ি বেয়ে একদিনের ক্রিকেটে সর্ব্বচ্চ দলীয় রানের পাহাড় গড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেন ইংলিশরা।

এর আগে ৩ উইকেটে ৪৪৪ রানের দলীয় সর্ব্বচ্চ রানের রেকর্ডও ছিল ইংল্যান্ডের ঝুলিতে। ২০১৬ সালে ট্রেন্টব্রিজেই তারা পাকিস্থানের বিরুদ্ধে ওই রান করেছিলেন।দুবছর পরে তারা নিজেদের রেকর্ড ভেঙে গড়লেন নতুন রেকর্ড। ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারস্টো করেন ১৩৯ রান। ১৪৭ রান করেন আলেক্স হেলস।জেসন রয় ও ইয়ন মর্গান করেন যথাক্রমে ৮২ ও ৬৭ রান।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও বেশি দূর যেতে পারেনি। ৩৭ ওভারেই ২৩৯ রানেই শেষ হয়ে যায়। ফলে ২৪২ রানের বিরাট পরাজয়ের মুখে পড়েন হ্যাটট্রিক সহ চারবারের বিশ্ব জয়ীরা।অজি ব্যাটসম্যানদের মধ্যে সর্ব্বচ্চ ৫১ রান করেন ট্রাবিস হৈড। ৪৪ রান করেন মার্কস স্টোইনিশ। আস্টন এগার করেন ২৫ রান।শর্ন মার্শ করেন ২৪ রান। ২০ রান করেন আরন ফিঞ্চ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট