বিগত কয়েক বছরের মতো ঈদ উল ফিতির উপলক্ষে এবছর ও অনুষ্ঠিত হল ক্বেরাত,গজল ও ক্যুইজ প্রতিযোগিতা।শানপুকুর অঞ্চলের নিমকুড়িয়া মাঝেরপাড়া যুবক বৃন্দের পরিচালনায় অনুষ্ঠান চলে দুদিন ধরে।প্রথম দিনে ক্বেরাত,গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ক্যুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় দ্বিতীয় তথা শেষ দিনে।
প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।সাধারণ মানুষ ও ব্যাপক ভিড় জমান।ভাঙড়ের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকে এমনকি ভিন্ন জেলা থেকেও ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।কমিটির পক্ষ থেকে আকর্শনীয় পুরস্কারের ব্যাবস্থা করা হয়।যেমন শোকেশ,সাইকেল,মোবাইল প্রভৃতি।প্রতি বিভাগ থেকে প্রথম তিন জনার হাতে সেগুলি তুলে দেওয়া হয়।এছাড়া অংশ নেওয়া সকল প্রতিযোগির জন্য শান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
দুদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য,এলাকার বিশিষ্ট আলেমগণ ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিরা।