এটাই শেষ বিশ্বকাপ হতে পারে ফরাসি তারকা পল পোগবার। এর ই মধ্যে ফরাসি শিবিরে অস্বস্তি বাড়িয়ে তিনি বলেন এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি আমার দেশের জন্য নিজের সেরাটা দিতে চাই।দলকে বিশ্বকাপজয়ী হিসাবে দেখতে চাই।এই মহান তারকা ফুটবলার কি নিজের প্রতিশ্রুতি রাখতে পারবে। দলকে এনে দিতে পারবে বিশ্বকাপ তা নিয়ে চর্চা তুঙ্গে ফুটবলদুনিয়ায়। রাশিয়া এই বছরে ফুটবল নিয়ে নানা মিরাক্কেল ঘটছে। পছন্দের দল গুলিকে নিয়ে উন্মাদন তুঙ্গে দর্শকদের মধ্যে। বিশ্বকাপের আগের ম্যাচ গুলিতে ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার নিজেকে মেলে ধরতে পারছিলেন না।এমন সিদ্ধানে চাপে পড়েছে তার দল।এমন সিদ্ধান্তের ভবিষ্যৎ কি?তা সময় বলবে।
এটাই আমার শেষ বিশ্বকাপ এমনি উক্তি করলেন এই তারকা !
সোমবার,২৫/০৬/২০১৮
1969
বাংলা এক্সপ্রেস---