আতঙ্কিত  ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরের গ্রামবাসীরা

কালিয়াগঞ্জে বর্ষা শুরু হবার আগে থেকেই উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরের  টাঙন নদীর ক্রমাগত ভাঙ্গনে আতঙ্কিত গ্রামবাসীরা। মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরের নদীভাঙন পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানান তিনি নদী ভাঙ্গনের বেশ কিছু স্থান পরিদর্শন করে দেখেছেন।ভাঙন রোধে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার তার ব্যবস্থা নেবেন বলে জানান। উত্তর দিনাজপুর জেলায় প্রতিবছরের মতো এবারেও ভাঙ্গন শুরু হয়েছে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরের টাঙননদীতে।ভারত বাংলাদেশের সীমান্তবর্ত রাধিকাপুরের পাশ্ববর্তী গোটগ্রাম,মির্জাগর,চকদিলাল,বাগচা,শ্রীকৃষ্ণপুর সহ বহু গ্রাম রয়েছে যে গ্রামের বাসিন্দাদের রুটি রুজি যেখানে কৃষির উপর নির্ভর শীল।

সেখানে এই ভাঙ্গন আগামীদিনে যদি আরো ভয়াবহ আকার ধারন করে তাহলে গ্রামের বহু মানুষের কৃষি জমি  নদী বক্ষে চলে যাবার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয় এর  ফলে বহু গ্রামের মানুষ চরম সমস্যার সম্মুখীন হতে বাধ্য।  গত বছরের ভয়াবহ বন্যার কারনে গ্রাম বাসীরা সর্বশান্ত হবার ফলে কোনরকমে জীবন ধারণ করে বেঁচে আছে। গত বছরের নদী ভাঙ্গনের জন্য গ্রামবাসীরা যে দুর্ভোগের মধ্যে বর্তমানে আছে সে ব্যাপারে জেলা প্রশাসনের কোন রকম উদ্যোগ নেই।।নদীর পাড় গতবছর থেকে ভাঙতে শুরু করলেও নদীর পারের ভাঙন রোধে আজও কোন ব্যবস্থা নেয়নি বলে গ্রামবাসীরা প্রশাসনের কাজ কর্মে প্রচন্ড ক্ষুব্ধ।গ্রামবাসীরা জানান,তারা এখন খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জানা যায় রাধিকাপুর এর প্রায় ২০ থেকে ২৫ টি গ্রাম টাঙ্গন নদীর  ভাঙ্গনে পড়লেও আজ অবধি ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যাবস্থায় নেয় নি প্রশাসন। প্রতিবছর তাই বর্ষা আসতেই এই ভাঙ্গনের ফলে খুবই আতঙ্কের মধ্যে তাদের থাকতে হয়।

প্রতিটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্নের রাত। গ্রামবাসীরা জানান এভাবে যদি নদী ভাঙ্গনের ফলে তাদের জমি জমা ঘড়বাড়ি চলে যায় নদীর গর্ভে তাহলে তারা কি নিয়ে বেচে থাকবে।রাধিকাপুর গ্রামঞ্চয়েতের বিদায়ী প্রধান    বলেন তাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বার বার নদী ভাঙন রোধে প্রশাসনকে অনুরোধ করলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে উত্তর দিনাজপুর জেলার নতুন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা নদী ভাঙন দেখে গেলেন। আশা করছি এবার গুরুত্ব সহকারে ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে টাঙ্গন নদীর ভাঙন রোধে আজও কোন ব্যবস্থা নেওয়া হয়নি কেন এই প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নিতাই বৈশ্য বলেন রাধিকাপুরের টাঙগন    নদীর ভাঙন কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে একথা ঠিক।আমরা উত্তর দিনাজপুরের জেলা শাসককে  সমস্ত ঘটনা জানিয়ে ছিলাম।জেলা শাসক স্বরজমিনে নদী ভাঙন দেখলেন।আশা করি এবার ভাঙন রোধে কাজ শুরু হবে বলে তার ধারণা।কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মঃ জ্যাকারিয়া এক সাক্ষাৎকারে জানান রাধিকাপুরের টাঙ্গন নদীর যেখানে যেখানে ভাঙন দেখা দিয়েছে তা রোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

7 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

11 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

12 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

12 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

12 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

14 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: