দোকানের ছাদ ভেঙে চুরি লক্ষাধিক টাকার মোবাইল


মঙ্গলবার,২৬/০৬/২০১৮
912

বাংলা এক্সপ্রেস---

দোকানের ছাদ ভেঙে চুরি লক্ষাধিক টাকার মোবাইল। ঘটনাটি মেদিনীপুর কোতয়ালী থানা এলাকার তাঁতিগেড়িয়ার। জানা গেছে এলাকার বাসিন্দা বান্টি চৌধুরী তাঁতিগেড়িয়াতেই একটি মোবাইলশপ খুলেছিলেন বছর খানেক আগে। তার সেই দোকানে গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতকারী লুঠ চালায়। CCTV ফুটেজে দেখা গেছে দোকানের ছাদে থাকা অ্যাসবেসটার ভেঙে দোকানে ঢুকে একজন দুষ্কৃতকারী। তারপর দোকানে থাকা মোবাইল, ল্যাপটপ এবং ২৫ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় তারা। প্রাথমিকভাবে অনুমান ২-৩ জনের দুষ্কৃতকারীরা এই লুঠ চালায়। আজ সকালে দোকান খুলতে এসে লুঠ হওয়ার ঘটনা সামনে আসে বান্টিবাবুর। তারপর তিনি এলাকাবাসীদের ডাকেন। খবর দেওয়া হয় কোতয়ালী থানায়। পুলিশ এসে CCTV ফুটেজ ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য গত দেড়বছর আগেও বান্টিবাবুর দোকানে চুরি হয়েছিল। এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দেয় পুলিশের বিরুদ্ধে।

https://youtu.be/Ld0Yv-_vavY

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট