যখন বাঁধভাঙা উচ্ছাসে আর্জেন্টিনা দল,তখন অন্যদিকে ভারাক্রান্ত হতাশা জর্জরিত নাইজেরিয়া শিবির


বুধবার,২৭/০৬/২০১৮
2083

বাংলা এক্সপ্রেস---

একদিকে যখন বাঁধভাঙা উচ্ছাসে আর্জেন্টিনা দল,তখন অন্যদিকে ভারাক্রান্ত হতাশা জর্জরিত নাইজেরিয়া শিবির। মাঠেই পড়ে রয়েছেন কিছু প্লেয়ার। পরাজিত হওয়ার পর ভেঙে পড়েছিল গোটা দল। নাইজেরিয়া সমর্থক দের চোখে তখন ক্লান্তি। সেই সময় আবির্ভাব হলেন লিওনেল মেসি,এই দৃশ্য তার নজর এড়িয়ে যায়নি। তিনি তাদের পাশে এসে দারালেন। আর নাইজেরিয়া গোলকিপার কে স্বান্তনা দিলেন,তখন গোলকিপার তার জার্সি চাইলেন।

স্বভাবসিদ্ধ মেজাজে ফুটবলের রাজপুত্র তার জার্সিটি তাকে উপহার দিলেন। এই জার্সিতে রয়েছে এই মহান তারকার নব্বই মিনিটের পরিশ্রম,সাথে জয়ের স্বাদ। এখানেই তিনি প্রমান করে দিলেন তিনি অন্যদের থেকে আলাদা। এমন নজির ফিফা ওয়াল্ড কাপে বিরল। বাকি ম্যাচ গুলোতে এই ভাবেই বাপায়ের ম্যাজিক দেখতে চাই ফুটবল প্রেমিরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট