সবুজয়ান শহর প্রকল্পে নতুন ভাবে সেজে উঠতে চলেছে গঙ্গারামপুর


বৃহস্পতিবার,২৮/০৬/২০১৮
769

বাংলা এক্সপ্রেস---

রাজ্য সরকারের অভিনব প্রকল্পের গ্রিন সিটির আওতায় নতুনভাবে সাজতে চলেছে গঙ্গারামপুর। অত্যাধুনিক পথবাতি,ফোয়ারা বসানোর পাশাপাশি নানারকম গাছ ফুলের গাছ লাগানোর সঙ্গে সঙ্গে প্রবীণদের প্রাতঃভ্রমনের জন্য উদ্যান তৈরি করা হবে।পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে আলো দিয়ে গ্রিন সিটিকে সাজানো হবে। সম্প্রতি পুর দপ্তর গঙ্গারামপুর শহরকে গ্রিন সিটির তকমা দিয়ে এই প্রকল্পের জন্য টাকা অনুমোদন করেছে যার কাজ দ্রুত শুরু হবে। এই বিষয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,গঙ্গারামপুর কে গ্রিন সিটি বানাতে রাজ্য সরকার ৩ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে।ইতিমধ্যে ১ কোটি ৯৮ হাজার টাকা এসেছে।আমাদের নকশা তৈরি হয়ে গিয়েছে। নানা কারনে শহর দূষন হচ্ছে পরিবেশ দূষন মুক্ত রাখতে বেশি গাছ লাগালে দূষন কিছুটা কমবে। তাছাড়া নানারকম সরঞ্জাম দিয়ে শহরকে নতুনভাবে সাজিয়ে তুলবো।পুরসভা সুত্রে জানা গিয়েছে,শহরের কালদিঘী হাসপাতাল মোড় থেকে কাদিঘাট পলিটেকনিক কলেজ মোড় পর্যন্ত প্রায় ৪ কিমি হিলি-গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়কের মাঝ বরাবর অত্যাআধুনিক মানের আলো বসানো হবে যা শহরকে আলোকিত করবে।

কালদিঘী মোড় ও চৌমাথা হাইরোড মোড় এই দুই জায়গায় অর্থাৎ শহরের প্রবেশ পথেই সুবিশাল ফোয়ারা বসানো হবে।আলোক সজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হবে।যা সবার দৃষ্টি আকর্ষন করবে।শহরের মধ্যে দিয়ে প্রবাহিত খাঁড়িকে সংস্কার করে তার দুপাশ দিয়ে হাঁটার রাস্তা তৈরি হবে।রাস্তার পাশে বসার জন্য সিমেন্ট দিয়ে কংক্রিটের বেঞ্চ করা হবে।তাছাড়াও শহরকে সবুজায়ন গড়ে তুলতে প্রচুর ছোট বড় নানা ধরনের গাছ ও ফুলের গাছ লাগানো হবে।গঙ্গারামপুর শহর গ্রিন সিটি হচ্ছে শুনে বাসিন্দারা আনন্দে বিহ্বল অপেক্ষার সাথে খুশির জোয়ারে ভাসছেন তারা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট