স্ত্রীর উপর অ্যাসিড হামলা করলো স্বামী


বৃহস্পতিবার,২৮/০৬/২০১৮
653

পিয়া গুপ্তা---

পণের বিরুদ্ধে লড়ছিলেন নিজাত আরা। থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগও করেছিলেন৷ সেই থানা থেকে জামিন পাওয়ার পরেই  অ্যাসিড হামলার শিকার হতে হল গৃহবধূকে৷ রাতের অন্ধকারে নিজের স্ত্রীর উপর এসিড হামলা করলো স্বামী । এই  ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামে।আশঙ্কাজনক অবস্থায় তাকে বিহারের কিষানগঞ্জ জেলা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে।জানা গেছে,গোয়ালপোখর থানার দক্ষিনদূয়ারী গ্রামের বাসিন্দা মেহেবুব আলমের সঙ্গে বিয়ে হয়েছিল খামারপুকুর গ্রামের বাসিন্দা নিজাত আরার।বিয়ের পর থেকে পনের দাবিতে স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু হয়।অত্যাচার সহ্য করতে না পেরে নিজাত আরা বাপের বাড়িতে চলে আসে।বিষয়টি নিয়ে গ্রামে শালিশী সভাও হয়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

সেখানে নিজাতের নামে দুই বিঘা জমি লিখে দেবার সিদ্ধান্ত হয়। মেহেবুব আলম সেই জমি দিতে না পারায় নিজাত আরা  তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ বধুনির্যাতন মামলায় মেহেবুব আলমকে গ্রেপ্তার করেছিল।সেই মামলায় জামিনে মুক্ত হয়েছিল মেহেবুব আলম।গতকাল রাতে নিজাত আরা মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। রাতে বিদ্যুৎ না থাকায় দরজাখুলে ঘুমচ্ছিল নিজাত আরা।রাত্রি ১১টার নাগাদ আচমকা ঘরে ঢুকে মেহেবুব আলম ও তার জামাইবাবু মহ: ফকিরা।ঘরে ঢুকেই স্ত্রী নিজাত আরা উপর এসিড ছোড়ে। নিজাতের চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়।ঘর থেকে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে নিজাতের বাবা মহ: আমিরা একজনকে ধরে ফেললেও কোন রকম ভাবে সেখান থেকে তারা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়।রাতেই মহ: ফকিরাকে আটক করেছে।আশঙ্কাজনক অবস্থায় নিজাত আরা কিষানগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট