বিনা চিকিৎসায় গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগ


বৃহস্পতিবার,২৮/০৬/২০১৮
568

সফিউদ্দিন---

ভাঙড়ের  বোদরা ,নিমতলা গ্রামের,সহিদুল মোল্লার স্ত্রী, টুনু বিবি (28+ বছর) বয়সী , গর্ভবতী অবস্থায় গতকাল সন্ধ্যায় নলমুড়ী সাস্থকেন্দ্রে ভরতী হয়। ৪ টি কন্যা সন্তান রেখে আজ সকাল ৯টার সময় তার মৃত্যু হয়।

পরিবারের দাবী, সারারাত পার হলে ও সেভাবে কোন চিকিত্সা হয় নি। সকাল ৮টা নাগাত গুরুতর অবস্থায় চিত্তরঞ্জন হসপিটাল এ রেফার করে দেয়। কিছুদূর যাওয়ার পর তার মৃত্যু হয়। এই মৃত্যু কে কেন্দ্র করে পরিবারের লোকজন হসপিটাল এর সামনে বিখ্যোভ দেখাতে থাকে। কিভাবে এই মৃত্যু এ বিষয়ে মুখ খুললেন না হসপিটাল কতৃপক্ষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট