জোর করে কিশোরীকে ভিন ধর্মের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা


শুক্রবার,২৯/০৬/২০১৮
501

বাংলা এক্সপ্রেস---

জোর করে নিজের নাবালিকা মেয়ের অন্য ধর্মের এক যুবকের সঙ্গে বিয়ে দিচ্ছিল মা, স্থানীয় প্রতিবেশীদের তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো । ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের ৩ নং ওয়ার্ডের পুলিশ লাইন ফরেস্ট কলোনীতে । বাবা জলধর রায় বনদপ্তরের কর্মী ছিলেন, কয়েক বছর আগে তিনি মারা যান । ফরেস্ট কোয়ার্টারে থাকতো মা টিংকু রায় ও মেয়ে রূপসী রায় (১৬) । গত কয়েকদিন ধরেই বহিরাগত এক যুবককে ঐ কোয়ার্টারে আশ্রয় দিয়েছিল রূপসীর মা । মে বিয়েতে রাজী না হওয়ায় তার মা ও বহিরাগত ঐ যুবক মেয়েকে মারধর করতো ।

আজ সকালে মেয়েকে বাড়ী থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঐ যুবক । সেই সময় স্থানীয় প্রতিবেশী সঞ্জীব সাহা সহ অন্যান্যরা ঐ যুবককে বাধা দিলে ঐ যুবক ও মেয়ের মা পালিয়ে যায় । এরপর স্থানীয় প্রতিবেশীরা রূপসীকে উদ্ধার করে কোতওয়ালী মহিলা থানায় নিয়ে যায় এবং নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ সুত্রে জানা গেছে, ঐ নাবালিকাকে সরকারি হোমে পাঠিয়ে দেওয়া হবে । সেখানে থেকেই সে পড়াশোনা করবে । এদিকে ঐ নাবালিকার মা ও ঐ যুবকের নামে অভিযোগ দায়ের করেছে পুলিশ এবং দুজন খোঁজ চালাচ্ছে পুলিশ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট