বাড়ি দখল করতে এলে গায়ে আগুন মহিলাদের


শনিবার,৩০/০৬/২০১৮
466

বাংলা এক্সপ্রেস---

লোকনাথ মিশনের জমি দখল মুক্ত করার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ালো ইসলামপুরে।  আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন ভেঙ্গে দিল ইসলামপুর পুরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের লোকনাথ কলোনী এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন বেশ কিছু বাড়ি। কড়া পুলিশি পাহাড়ায় আর্থ মুভার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি ঘর। প্রতিহত করতে ব্যর্থ হয়ে স্থানীয়রা প্রথমে বাধা দেওয়ার চেস্টা করে। পুলিশ প্রশাসনের সাথে ধস্তাধস্তিও হয়।বাধ্য হয়ে কয়েক জন মহিলা নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেস্টা করলে পুলিশ তাদেরকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যায়।

তারপর নিজেদের  ঘরবাড়ি ভেঙ্গে নেওয়া শুরু করলো কিছু দখলকারী। যদিও দখলকারীদের দাবী ঐ জমি ভেষ্ট ল্যান্ড দীর্ঘ ২৫-৩০ বছর ধরে তারা গোটা ২০ টি পরিবার ঐ কলোনীতে বসবাস করছেন। তারা আদালতের কাছে ১০ দিনের সময় চেয়ে ছিল। সেই সময়টুকু তাদের দেওয়া হল না বলে অভিযোগ করেন ওই ওয়ার্ডের কাউনসিলার লক্ষি গোয়ালা।স্থানীয় বাসীন্দা সান্তনা সরকার বলেন যে,আমরা দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছি।লোন নিয়ে বাড়ি ঘর করেছি।এখন আমরা কোথায় যাবো।এই জমিটি ভেস্ট ল্যান্ড।আদালতের কাছে কয়েকদিন সময় চাওয়া হয়েছিল। তাদের পক্ষের উকিল সঠিক ভাবে আদালতে সওয়াল জবাব না করায় রায় তাদের বিপক্ষে গেছে। ইসলামপুর মহকুমা শাসকের নাজির খানার ভারপ্রাপ্ত অফিসার মানস কুমার সাহা বলেন,আদালাতের নির্দেশে আজকে এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে।এই জমিটি লোকনাথ মিশনের।এখানে বেআইনি ভাবে ১৬ টি পরিবার বসবাস করেছিল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট