জলে টইটুম্বুর বাগজোলা খালপাড় রোড-“রাস্তা না নদী বোঝা মুস্কিল”


শনিবার,৩০/০৬/২০১৮
805

সাদ্দাম হোসেন মিদ্দে---

ভাঙড়ের বুক চিরে যাওয়া বাগজোলা খালপাড় সড়কের বেহাল দশা।সামান্য বৃষ্টিতেই টইটুম্বুর অবস্থা।কোলকাতা,বিধাননগর এবং নিউটাউনের সঙ্গে যোগাযোগের প্রাণ এই রাস্তা।ভাঙড়ের পাশাপাশি হাড়োয়া ও মিনাখার মানুষও এই পথ দিয়ে নিত্য যাতায়ত করে।এমন গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় চরম দূর্ভোগে তিনটি এলাকার সাধারণ মানুষ।

পাওয়ারগ্রীড কে কেন্দ্র করে নানা সময়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা একাধিক বার ভাঙড়ে এসে উন্নয়ণের কথা বলে গেলেও কার্যত তা হয়নি।ভাঙড় যে ভাগাড়েই থেকে গেছে রাস্তাঘাটই তার প্রমাণ।নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাও উন্নয়ন দিয়ে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।তাঁকে আর ভাঙড়ে দেখাই মেলেনা বলে সাধারণ মানুষের অভিযোগ।

উল্লেখ সদ্য মেয়াদ শেষ হওয়া দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের পূর্তের কর্মাধক্য আবু তাহের সর্দার ভাঙড় থেকেই নির্বাচিত হয়ে ছিলেন।তাও শিকে ছেড়েনি ভাঙড়বাসির।এলাকার মানুষের আক্ষেপ আর কত দিন ভাঙড় রাজনীতির শিকার হবে?কবে হবে উন্নয়ণ? এ বিষয়ে তারা রাজ্যের পূর্ত পরিবহণ ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট