জাত বিভাজন কোথাও নেই, জাত একটাই: পার্থ চট্টোপাধ্যায়


শনিবার,৩০/০৬/২০১৮
1187

বাংলা এক্সপ্রেস---

জাত বিভাজন কোথাও নেই জাত একটাই উন্নয়ন কে ব্যাহত করার জন্য জাত বিভাজন করছে এটাই মানুষ কে বোঝাতে কোন অবস্হা তেই উন্নয়ন কে ব্যাহত করা যাবেনা ঝাড়গ্রামে হুল দিবসের অনুষ্ঠানে এসে এমন ই মন্তব্য করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

১৬৪ তম রাজ্য স্তরিও হুলদিবস পালিত হল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের সেবায়তনে । ঝাড়গ্রামের এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ,ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রানি এ ,ঝাড়গ্রামের পুলিশ সুপার ভরত অমিত কুমার রাথোড ,ঝাড়গ্রাম জেলা সভাপতি অজিত মাইতি প্রমুখ ।

১৮৫৫ সালের ৩০ জুন ছোটনাগপুরের ভগ্নাডিহীর মাঠে সিধু ও কানু দুই বীর যোদ্ধা কয়েক হাজার লোক নিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিল। তীরধনুকনিয়েই ইংরেজ দের বিরুদ্ধে নেমেপড়েছিলতাইএই দীনটিতে। হুল দিবস হিসাবে মেনে আসছে আদিবাসী সমাজ। সেই দিনটি খুব ভলভাবে পালন করে এই সমাজ । সিধু ও কানু দুই বীর যোদ্ধার মূর্তিতে পুজো করে।তৎকালীন ইংরেজ সরকার এই দিনে কয়েক হাজার আদিবাসী কেগুলি করে হত্যা করেছিল ইংরেজ সরকার সেইমর্মান্তিক ঘটনার কথা স্মরনকরে দুই বীরের মুর্তিরসামনে হাজির হয় মানুষ জন। এই দীনটি সবার কাছে দুঃখের দীন হিসাবেই তারা মানে।

https://youtu.be/X1issNiaOhY

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট