যাত্রী বিক্ষোভের কারণে দশ দিন বন্ধ থাকার পর বাস পরিষেবা শুরু হল হাড়োয়া-ডানকুনি রুটে


সোমবার,০২/০৭/২০১৮
802

সাদ্দাম হোসেন মিদ্দে---

যাত্রী বিক্ষোভ ও চালক-কন্ডাক্টরদের হেনস্থার প্রতিবাদে টানা দশ দিন বন্ধ থাকার পর শুরু হল হাড়োয়া-ডানকুনি রুটের বাস পরিষেবা। উল্লেখ সম্প্রতি রাজ্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি করছে। সরকারী বিঞ্জপ্তি অনুযায়ী বর্ধিত ভাড়া চাইতে গেলে চালক-কন্ডাক্টরদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

টানা দশ দিন বাস বন্ধ থাকার জন্য নিত্য যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। তারা বাস পরিষেবা চালু করার জন্য স্থানীয় জন প্রতিনিধীদের দারস্থ হন। বিষয়টি নজরে আসে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল খালেক মোল্যার। তড়িঘড়ি তিনি রুঠ সভাপতি ইব্রাহীম শাহ,উত্তর ২৪ পরগণা জেলা আইএনটিইউসির সভাপতি এবং বাস চালক ও কন্ডাক্টরদের নিয়ে আলোচনায় বসেন।আলোচনা শেষে সিদ্ধান্ত হয় বাস চালকেরা বাস নিয়ে পথে নামবে।

হাড়োয়া-ডানকুনি রুটের সভাপতি ইব্রাহীম শাহ প্রশানের কাছে চালক কন্ডাক্টরদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন।পঞ্চায়েত সমিতির সভিপতি আব্দুল খালেক তাদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য হাড়োয়া থানার পুলিশকে বলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট