রেজিস্ট্রেশনের দাবিতে টোটো চালকদের অবস্থান বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে


সোমবার,০২/০৭/২০১৮
456

বাংলা এক্সপ্রেস---

নিজেদের দাবিদাওয়া ও টোটোর রেজিস্ট্রেশনের দাবিতে অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালন করে INTTUC অনুমোদিত মেদিনীপুর টোটো ইউনিয়ন। আজ তারা জেলাশাসককে ডেপুটেশন জমা দেয়। পাশাপাশি জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে যোগ দেয় প্রায় তিন হাজার টোটো চালক।

কয়েক দিন আগে অটো চালকদের দাবি মেনে মেদিনীপুর শহরের কয়েক রাস্তায় টোটো চলাচল প্রশাসনের তরফে নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে এবং মেদিনীপুর শহরের সমস্ত টোটোর রেজিস্ট্রেশনের দাবিতে চালকরা আজ বিক্ষোভ দেখায়। তাদের দাবি না মানা হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দেয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট