২৮ তম রাজ্য তায়কন্ডো প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হল গত ৩০ থেকে ২ তারিখ

২৮ তম রাজ্য তায়কন্ডো প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হল গত ৩০ থেকে ২ তারিখে উপস্থাপনায় বর্ধমান তায়কোন্ডো অ্যাসোসিয়েশন।যেখানে ৬৪৫ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন । দক্ষিণ দিনাজপুর জেলা তায়কোন্ডো অ্যাসোসিয়েশন ১৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিল । যার মধ্যে
1. অনিক হাঁসদা ক্যাডেট বয়েজ ( অনুর্ধ ১৪ বছর ) আন্ডার ৩৭ কেজিতে স্বর্ণ পদক পেয়েছে,
2. রোহিত নুনিয়া জুনিয়র বয়েজ ( অনুর্ধ ১৭ বছর ) আন্ডার 51 কেজিতে স্বর্ণ পদক পেয়েছে,
৩.আদিত্য ভগৎ আন্ডার ( অনুর্ধ ১৭ বছর ) ৭৮ কেজিতে স্বর্ণ পদক পেয়েছে,
4. আন্ডার ৫১ কেজিতে শিপ্রা বর্মন সিনিওর গার্লস ( উর্দ্ধ ১৭ বছর ) আন্ডার ৪৯ কেজিতে ,
5. মধুরিমা দাস জুনিয়র গার্লস ( অনুর্ধ ১৭ বছর ) আন্ডার 42 কেজিতে রূপা পেয়েছে
6. সিনিয়ার বয়েস সায়ান্তন ঘোষ আন্ডার 68 কেজিতে রূপা পেয়েছে ,
7. বিকি প্রামাণিক সাব জুনিয়র ( আন্ডার ১২ বছর )বয়েস আন্ডার ২৭ কেজি তে এবং
8. সিনিয়ার বয়েস আন্ডার ৫৮ কেজি গ্রুপে ব্রোঞ্জ পেয়েছে কৃষ্ণপদ বর্মন । মোট 4 টি গোল্ড , ২ টি সিলভার, ২ টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে দক্ষিন দিনাজপুর জেলার প্রতিযোগিরা ।

বিভিন্ন গ্রুপের প্রথম স্থানাধিকারিরা পশ্চিম বাংলার হয়ে জাতীয়স্তরে প্রতিনিধিত্ব করবেন । এবিষয়ে, দক্ষিণ দিনাজপুর জেলা তায়কন্ডো এর কর্নধার দিবাকর মন্ডল বলেন, আমি ভীষন গর্বিত তায়কন্ডো প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার এনে দিয়েছে ছাত্র ছাত্রীরা জেলার নাম উজ্বল ও আলোকিত করেছে সে কারনে আমরা খুব খুশি ও গর্বিত ।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: