ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে বাংলা ছায়াছবি “আলেয়া।” ইতিমধ্যেই আলেয়া চলচ্চিত্রটি মানুষের মনে গভীর দাগ কেটেছে এবং বক্স অফিস কাঁপিয়ে জবর হিট করে সবাইকে অবাক করে দিল। ড. হুমায়ুন কবীর পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পায় গত শুক্রবার ২৯ জুন।
রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ড. হুমায়ুন কবীর পরিচালিত আলেয়া চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়ে সকলের মন জয় করে নিল। প্রিয়া সিনেমা হলে প্রিমিয়ার শো ছিল ২৯ জুন সন্ধ্যা ৬ টার সময়। ওই দিন সন্ধ্যায় ‘দেশ’ পত্রিকার প্রাক্তন সম্পাদক হর্ষ দত্ত সহ রাজ্যর বহু বিশিষ্ট মানুষ এবং আইপিএস, আইএএস অফিসার উপস্থিত হয়ে আলেয়া চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হন এবং তারিফ করেন। সিনেমা জগতের বহু কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আলেয়া চলচ্চিত্র প্রডিউসার প্রদীপ চুড়িয়াল, প্রবীণ আগরওয়াল ও কার্যকারি প্রডিউসার সঙ্ঘমিত্রা রায় চট্টোপাধ্যায়, পরিচালক ড. হুমায়ুন কবীর, ক্রিয়েটিভ ডিরেক্টর অনিকেত চট্টোপাধ্যায়।
Auto Amazon Links: No products found.