বেহাল রাস্তার কারণে গাড়ী উল্টে পুকুরে


শুক্রবার,০৬/০৭/২০১৮
438

সাদ্দাম হোসেন মিদ্দে---

বেহাল রাস্তার কারণে পাথর বোঝাই ট্রাক উল্টে পুকুরে।তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি।ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চিনিপুকুর গ্রামে। দূর্ঘটনার জন্য এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে।রাস্তার হতশ্রী অবস্থার কারণে আরো বড় ধরণের দূর্ঘটনা মূহুর্তে ঘটে যেতে পারে বলে তাদের আশঙ্কা।স্থানীয় বাসিন্দা সরাফুদ্দিন ইসলাম বলেন,ভাঙড়ে সমস্ত রাস্তার একই দশা।একেবারে চলার উপায় নেই। বাধ্য হয়েই এই পথ দিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষের। অন্য একজন বাসিন্দা হাসানুর মোল্যা বলেন,উন্নয়ণে ভরিয়ে দেবে বলে স্থানীয় বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্যা ক্ষমতায় আসলেও আসলে কোন উন্নয়ণ হয়নি।বিশেষ করে রাস্তাঘাট তো ভাগাড়ে পরিণত হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট