রাজারহাট এলাকায় প্রশাসনিক স্তর শক্ত সবল করার জন্য নারায়ণপুর থানার শুভ সূচনা করা হল আজ। শুভ সূচনা করেন এলাকার বিধায়ক তথা মেয়র সব্যসাচী দত্ত মহাশয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাপস চ্যাটার্জি। এছাড়া পুলিশ প্রশাসনের পদস্থ তুষার কান্তি সর্দার, সোমনাথ পাল মহাশয়েরা উপস্থিত ছিলেন। বক্তাদের বক্তব্যে এলাকার সার্বিক প্রশাসনিক নিরাপত্তা, প্রশাসনিক সহযোগিতার কথা উঠে এসছে। এখন দেখার রাজারহাট এয়ারপোর্ট থানার পর নারায়নপুর থানা কতটা মানুষের পাশে থাকে।
ভিডিও: মাজদার
Auto Amazon Links: No products found.