Categories: রাজ্য

একচিলতে মাটির ঘরে মেঝেতে শুযেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন “হিমানি”

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আনাউনের হিমানি বর্মনের আজ কয়েক বছর ধরে দুরারোগ্য  ব্যাধিতে দিনের পর দিন আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করছেন ।বর্তমান দেখার কেউ নেই। তাই তার আবেদন সেই বাঁচতে চায়। কোন সহৃদয় ব্যাক্তি এগিয়ে আসুক তাকে বাচাতে। তবে এলাকায় দুটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চাঁদা তুলে চেষ্টা করে যাচ্ছেন হিমানির চিকিৎসা কিছুটা অর্থ জোগার করতে।

একচিলতে মাটির ঘড়ে বসেই একদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আনাউনের হিমানি বর্মন স্বপ্ন দেখেছিলেন যে আর পাঁচ জনের মতো করে স্বামী ও ছেলে মেয়ে নিয়ে সংসার করবেন ।কিন্তু অভাব ছিল নিত্যসঙ্গী । সেই সংসার স্বপ্ন যে বাস্তবায়িত হয় না তা আবারো প্রমান করল হিমানী বর্মনের জীবনে কাহিনীতে। এলাকায় কাজ না থাকায় জন্য আজ থেকে প্রায় ১৮ বছর আগে দিল্লী গিয়েছিলেন স্বামী রুপ কান্ত বর্মন। কিন্তু দিল্লী যাওয়ার পর থেকে আর কোন খোঁজ নেই স্বামীর। জানান যায় হিমানী বর্মনের পাঁচ ছেলে মেয়ে। এর মধ্যে তার এক ছেলে কুকুড়ের কামড়ে মারা যায় ও এক মেয়ের বিয়ের পড় শ্বশুর বাড়িতে অগুনে পুড়ে মৃত্যু হয়। একদিকে স্বামীর নিরুদ্দেশ অন্যদিকে ছেলে মেয়ের মৃত্যু হিমানীকে আরো গভীর খতের দিকে ঠেলে দেয়। তবুও বাধ ভাঙ্গা পরিশ্রম  করে লোকের বাড়ি কাজ করে এতদিন কোন ক্রমে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় হিমানী তার সংসার চালাতো তার এক মেয়ের কাছে নিয়ে । তার মধ্যেই লড়াই করে তার ছোট মেয়ের পড়াশুনার টাও চালিয়ে গেছেন তিনি। বর্তমানে তার ছোট মেয়ে ববিতা বর্মন ক্লাস নবম শ্রেনীর ছাত্রী । বাধ্য হয়ে তার ছোট ছেলে অল্প বয়সে  মুম্বাই এ শ্রমিকের কাজে যায়। এর আগে একবার হিমানির পেটে টিউমার হলে কোনক্রমে এলাকার বাসিন্দারা কিছু চাঁদা তুলে সেইবার রায়গঞ্জে গিয়ে অপারেশন করে আনলেও আবার প্রচন্ড পেটের ব্যাথা নিয়ে ভিষন অসুস্থ্য হিমানী দেবী। সে এক প্রকার বিছানায় শয্যাশয়ী ।

এখন হিমানী দেবী চায় বাচতে তার ছেলে মেয়ের জন্য ।তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হোক। কিন্তু উপায় নায় মাঝে রয়েছে অর্থনৈতিক অনটন। তার এই করুন আর্ত্নাদে সারা দিয়ে এলাকার দুটি স্বনির্ভর দল এগিয়ে এসেছে। মহিলারা একত্রিত হয়ে বাড়ি বাড়ি এই দোয়ারের ওই দোয়ারের গিয়ে হীমানি দেবীর চিকিৎসার জন্য চাঁদা তুলে বেড়াচ্ছেন। যাতে হীমানি দেবীকে চিকিৎসা করিয়ে সুস্থ্য করা যায়। কিন্তু আশ্চার্য জনক ভাবে এলাকার জন প্রতিনিধিদের সময় নেই একবারো তার বাড়ি গিয়ে তাকে দেখে ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: