হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ঝাড়গ্রামের জামবনি থানার সারেঙ্গা গ্রামের ঘটনা। মৃতের নাম নীলকণ্ঠ বাগাল(২৯)।গত সন্ধ্যায় তিন যুবক বাইকে বাড়ি ফিরছিল। জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফেরার সময় হাতির দলের সামনে পড়ে যায় তারা। বাইক ফেলে কোনওরকমে বাকি দু’জন পালিয়ে যেতে পারলেও নীলকণ্ঠ পারেনি। সে ছুটতে গিয়ে হাতির সামনে পড়ে যায়। তাতেই ঘটে বিপত্তি। একটি হাতি নীলকণ্ঠকে শুঁড়ে তুলে আছাড় মারে। যন্ত্রণায় ছটফট করতে থাকে নীলকণ্ঠ। পালিয়ে গিয়ে গ্রামে খবর দেয় বাকিরা।
ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস মোবাইল app
Auto Amazon Links: No products found.