বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতিপর্ব শুরু করছে জেলা প্রশাসনের


বুধবার,১১/০৭/২০১৮
377

পিয়া গুপ্তা---

গত বছরের  উত্তর দিনাজপুর জেলার ইটাহার ,রায়গঞ্জ সহ বহু জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে।আগাম কোন সতর্ক বার্তা না পাওয়ায় বন্যায় মাত্রাতিরিক্ত ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয সাধারণ মানুষকে।তাই এবারে যাতে  সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয তাই আগাম প্রস্তুতি শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আজ রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের বিবেকানন্দ সভাকক্ষে প্রশাসনিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। জেলার নটি ব্লকের বিডিও, চারটে পুরসভার চেয়ারম্যান, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকগন, জেলা পুলিশ সুপার, জেলার অতিরিক্ত জেলাশাসকগন সকলেই উপস্থিত ছিলেন আজকের এই জরুরী মিটিংএ।

জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, গত বছর বন্যা আচমকা চলে আসায় সেভাবে বন্যা প্রতিরোধ বা মোকাবিলা করা সম্ভব না হওয়ায় জেলার বিশেষ করে ইটাহার, রায়গঞ্জ ও করনদিঘী ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছিল। নদীবাঁধসহ রাস্তাঘাট পুনরায় মেরামত করা হয়েছে। তবে এবছর বন্যা হলেও তা প্রতিরোধ ও মোকাবিলা করা যায় তার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। জেলার সমস্ত গ্রামপঞ্চায়েত থেকে ব্লকগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মিটিংএ সেই বিষয়ে সকলকে অবগত এবং সতর্ক করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত করার পাশাপাশি নৌকা, স্পিডবোট তৈরি রাখা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট