পশ্চিম মেদিনীপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই


বুধবার,১১/০৭/২০১৮
525

নিজস্ব সংবাদদাতা---

যাত্রীবাহী বাসের সাথে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২জনের। আহত হয়েছেন আরো ১.৩জন। ঘটনাটি ঘটেছে পঃ মেদিনীপুরের দাসপুরের কলোড়ায় ঘাটাল পাশকুঁড়া রাজ্য সড়কের ওপর।

জানা গেছে, আজ সকালে ঘাটালগামী একটি বাসের সাথে পাঁশকুড়াগামী একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাজ্য সরকের দুপাশে বাজার থাকায় এমনিতেই ওই জায়গাতে একটি ভিড় বেশী ছিল। দুর্ঘটনাইয় আহত হন ১৫জন বাসযাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় একজনের। আরো একজনের অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করার তোড়জোড় করা হয়। কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু হয় ও বাসযাত্রীর। সাথে আহত হন আরো ১৩জন যাত্রী।

ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল পাশকুঁড়া রাজ্য সড়ক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট