কামারপুকুরে লরির ধাক্কায় মৃত্যু স্কুলছাত্রী


বৃহস্পতিবার,১২/০৭/২০১৮
533

নিজস্ব প্রতিনিধি---

বুধবার সকাল ১০ টা নাগাত কামারপুকুর কলেজ মোড়ে এক একাদশ শ্রেণীর ছাত্রীকে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই অর্পিতা পাল (১৬) নামে ওই ছাত্রীর মৃত্যু হয়। আনুডুর উচ্চবালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা। প্রতিদিনের মত আজকেও টিউশন থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো, সঙ্গে তাঁর দুই বান্ধবী ছিলো। তখন সামনে সামনি এক লরি এসে ধাক্কা মারে অর্পিতা কে। গুরুতর আহত হয় অর্পিতার আরো দুই বান্ধবী তাদের কে স্থানীয়রা উদ্ধার করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দে ভর্তি করা হয়। পরে তাঁদের এক জন কে আরামবাগ মহকুমা হাসপাতলে স্থানান্তরিত করা হয়।

মৃতছাত্রী অর্পিতা পালের বাবা দিলীপ পাল বলেন,”লরির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাই এই দুর্ঘটনা টি ঘটে আমার মেয়ের উপর”। পরে স্থানীয়রা লরি চালকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,”উত্তেজিত জনতা লরি টিকে আটক করে লরিতে আগুন লাগিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে; পরে খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ এবং আরামবাগ এসডিপিও সহ বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণ আনে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট