আগামীকাল শুভ রথযাত্রা, উৎসব এর মেজাজে শহরবাসী


শুক্রবার,১৩/০৭/২০১৮
538

নিজস্ব সংবাদদাতা---

রথযাত্রা দিয়েই বাঙালীর পুজা শুরু।আকাশে বাতাসে উৎসব এর আমেজ।শহর জুরে অবাধ ছুটির লুটোপুটি।চেনা ছন্দে নতুন আনন্দে ভাসবে শহরবাসী। কলকাতার রথযাত্রা গুলির মধ্য সবথেকে প্রাচীন মাহেশের রথ যাত্রা। বহু বছরের পুরানো এই রথযাত্রা নিয়ে রয়েছে নানান ইতিহাস।বাঙালির আবেগ ও উন্মাদনা এই রথযাত্রা কে নিয়ে।এদিন জগতের নাথ ইশ্বর জগন্নাথদেব এর পুজা করা হয়।হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রায়। এই উদ্দেশ্য মাহেশের জগন্নাথ মন্দিরের মন্দির চত্বরে একটি মেলা বসে।সেখানে আসর বসে ছোটোদের মনোরঞ্জনের জন্য সার্কাসের।

প্রাচীন এই রথযাত্রা কে নিয়ে নানান গল্পের সন্ধান পাওয়া যায় বাংলা উপন্যাসে।এছাড়া রাধারানী কে নিয়ে লেখা গল্প রয়েছে এই রথযাত্রা কে ঘিরে।হুগলি নদীর তীরে অবস্থিত এই মাহেশ শহরটি।মাহেশের ঐতিহ্য এই রথ। এদিন আগে থেকেই প্রশাসন এর তরফ থেকে বাড়তি দায়িত্ব নিয়ে থাকেন প্রশাসনের কর্তারা।অনেকের ছোটবেলার রথকে নিয়ে মনের কোনে জমে থাকা ইচ্ছে গুলো পুর্নতা পাক এই শুভ রথযাত্রায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট