শুভদৃষ্টি


সোমবার,১৬/০৭/২০১৮
1653

শুভদৃষ্টি

সে কোন্ মাহেন্দ্রক্ষণে

তোমার-আমার, হল শুভদৃষ্টি;

দোদুল্য মন আমার

একি অনাসৃষ্টি!!!

অনাদী কাল হতে আমি

আছি, তোমার অপেক্ষায়,

এক পশলা বৃষ্টি হঠাৎ

সিক্ত করল আমায়।

হাজার প্রজাপতি মেলল ডানা

পাখিরা করে গান,

তানপুরাটা উঠল বেজে

ঝর্ণার কলতার।

পাগলা ঘোড়া উঠল ক্ষেপে,

ময়ুর মেলে পেখম-

না-না-না, হয়না এমন

এতো গোপন প্রেম

জানবেনা কেউ, জানবেনা তুমি!

জানবো আমি, আর অন্তর্যামি।

থাকনা আমার গোপন প্রেম

সংগোপনে, নির্জনে,

ভালবাসায় রাখব তারে,

আদর করে, সযতনে।

করব লালন, বুনব স্বপন,

বাঁধব মায়ার জালে,

দুখের সাগর দেবো পাড়ি

ভাসবে নয়ন জলে!

তবু তুমি জানবেনা আমার

গোপন প্রেমের কথা

সাক্ষি রবে আকাশ, আলো

আমার বিধাতা।

দৃষ্টি কেবল দৃষ্টি থাকুক

নাইবা হল শুভ,

আমার মাঝে রইবে তুমি

রাঙা নীলাভ

সাবরিনা খান

ঢাকা, বাংলাদেশ

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট