ম্যাচ চলাকালীন এক বিরল ঘটনা সাক্ষী থাকল ফুটবল দুনিয়া।এদিন ম্যাচ চলাকালীন ফ্রান্সের গোলপোস্ট এর পিছন দিয়ে মাঠে ঢুকে পড়ন পুলিশের পোশাক পরা তিনজন মহিলা ও একজন পুরুষ দর্শক।যে কারনে ২৫ সেকেন্ড খেলা বন্ধ থাকে।এমন নজিরবিহীন ঘটনা আয়োজক দেশ রাশিয়ার কাছে লজ্জাজনক। এমন হাইভোল্টেজ ম্যাচে প্লেয়ার দের নিরাপত্তা কোথায় এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।অনেকে এর পিছনে কোন রাজনৈতিক ডামাডোল এর আচ পাচ্ছেন।তবে ফুটবল বিশ্বকাপের মত ফাইনাল ম্যাচে এমন ঘটনা দেখবে বিশ্ববাসী তা কেউ কখনো কল্পনা করেনি।সব মিলিয়ে এই ঘটনা এখন চর্চিত বিশয় ফুটবল বিশেশজ্ঞ দের কাছে।আয়োজক দেশ রাশিয়া এ নিয়ে এখনো কোন মন্তব্য করেনি।
বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মাঠে ঘটল এক বিরল ঘটনা
মঙ্গলবার,১৭/০৭/২০১৮
1232
বাংলা এক্সপ্রেস---