রাস্তার জল নিয়ে বচসা, গড়বেতায় খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে


মঙ্গলবার,১৭/০৭/২০১৮
459

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ৮নং অঞ্চলের লক্ষ্মণপুর গ্রামে আজ দুপুরে স্থানীয় কয়েকজন বিজেপি নেতা কর্মী চড়াও হন এই এলাকার তৃণমূলের এক সক্রিয় কর্মী তপন পাত্রের ওপর৷ সমর কারক, তারাচাঁদ মন্ডল, জিতেন মন্ডল, তপন দে নামের এই বিজেপি নেতাদের বিরুদ্ধে কলে জল নেওয়াকে কেন্দ্র করে তপন পাত্রকে উত্তক্ত করার অভিযোগ ওঠে৷

তৃণমূল নেতা দেবকুমার দে বলেন যে, “জল নেওয়াকে কেন্দ্র করে বচসা করে বিজেপির ওই লোকগুলো৷ তারপর বচসা হাতাহাতিতে পরিণত হয়৷ এরপর হঠাৎই গরু বাঁধার খুঁটি দিয়ে দশানল পাত্র  মারতে থাকে তপন পাত্রকে।  ঘটনাস্থানেই মৃত্যু হয় তার।”

সোমবার প্রধাণমন্ত্রীর সভার পর থেকে জেলার বিভিন্ন গ্রামগুলোতে বিজেপির দাপটের খবর শোনা গিয়েছিল৷ রাজনৈতিক খুন এটি বলে মনে করছেন সকলে৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা৷ গড়বেতা থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট