৪ বাংলাদেশি কিশোর ফিরলো নিজের দেশে


বুধবার,১৮/০৭/২০১৮
1627

দক্ষিন দিনাজপুরঃ ভারতে আসা চার বাংলাদেশি কিশোরকে তাদের পরিবারে হাতে তুলে দেওয়া হল বুধবার। দুই দেশের আধিকারিকদের উপস্থিতিতে আন্তর্জাতিক হিলি চেকপোস্টে ওই ৪ কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মহম্মদ শাহ জামাল(১৮), রসিদ ইসলাম(১৩), মহম্মদ সাগর হোসেন(১২) ও ইমন ইসলাম(১৪) নামের চার কিশোর ভারতে অবৈধ ভাবে চলে এসেছিল। দীর্ঘ দেড় বছর পর দুই দেশের জনসংযোগ আধিকারিকদের অতি উৎসাহে স্বদেশে ফিরিল চার কিশোর। দীর্ঘদিন পর সন্তানকে কাছে পেয়ে খুশি তার পরিবারের লোকেরা।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

চাইল্ড লাইন সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে ভারতে আসে ওই চারজন কিশোর। তাদের বাড়ি বাংলাদেশের নওগাঁ, দিনাজপুর ও খুলনা এলাকায়। হিলি সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চারজনের মধ্যে তিনজন হিলিতেই ধরা পুলিশের হাতে। আর একজনকে মালদাতে ধরা পড়ে। তারপর তাদের জুভেনাল কোর্ট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে তোলার পর থেকে তার ঠিকানা ছিল বালুরঘাটের শুভায়ন হোম। দীর্ঘদিন সেখানে থাকার পর স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের উদ্যোগে ও দুই দেশের হাইকমিশনের সহযোগিতায় এদিন বাংলাদেশি চার কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন হিলি চেকপোস্টে উপস্থিত ছিলেন ভারতের হিলি ইমিগ্রেসনের ওসি শিপ্রা রায়, বাংলাদেশের হিলি ইমিগ্রেশনের ওসি আকতাব হোসেন, ভারতের স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর সূরজ দাশ ও হিলি থানার পুলিশ সহ অন্য আধিকারিকরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট