নববধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে কোন্নগর বারুজীবী এলাকায় চাঞ্চল্য,গতকাল সন্ধে বেলায় কোন্নগরের নতুন গ্রাম বটতলা এলাকার বাসিন্দা স্বপ্না সাহা বয়স ২৩ ,বি এ দ্বিতীয় বর্ষের ছাত্রীর হটাৎ ই তার শশুরবাড়ি তে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, আটক শাশুড়ী ও স্বামী, মৃতার বাড়ির লোকের অভিযোগ হাঁসি খুশি শান্ত স্বভাবের স্বপ্নার সাথে দেখাশোনা করে পাঁচ মাস আগে নতুনগ্রাম বটতলার বাসিন্দা পেশায় জয়শ্রী কারখানায় চাকুরিজীবি র সাথে বিয়ে হয়। কিন্তু প্রায়শই তাদের এই সংসারে লেগে থাকতো গন্ডগোল, সম্প্ৰতি মৃত স্বপ্নার স্বামী পার্থ সাহার জয়শ্রী কারখানা বন্ধ হয়ে যায়, এরফলে কর্মহীন হয়ে পরে পার্থ, মৃতার বাড়ির লোকের অভিযোগ এরপরেই শশুরবাড়ির পক্ষ থেকে বাড়তে থাকে শারীরিক ও মানসিক অত্যাচার । গোটা ঘটনাটি তদন্ত করছে উত্তরপাড়া থানার পুলিশ যদিও এই ঘটনায় মৃতার বাড়ির প্রতিবেশীরা থেকে আত্মীয় স্বজন সবাই ক্ষীপ্ত ও দোষীদের শাস্তির দাবিতে ,ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় স্বামী, ও শাশুড়ি কে আটক করেছে
Auto Amazon Links: No products found.