হুগলির শ্রীরামপুর এ ৫ ও ৬ পল্লী যুবগোষ্ঠীর খুটিপুজো এ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করতে এসে কল্যাণ ব্যানার্জী মোদির বিরুদ্ধে চড়াও হন। সব রাজনৈতিক দলগুলোকে একসাথে করে ২০১৯ এ মোদির বিরুদ্ধে লড়াই করাটাই আরাদের এখন একমাত্র লক্ষ। জানান শ্রীরামপুর এর সংসদ কল্যাণ ব্যানার্জী। এদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পুজো দেন তার সহযোগীদের সাথে। অনুষ্ঠানে ছিলেন পৌর প্রধান বিজয় সাগর মিশ্র,সুবীর ঘোষ,প্রবীর ঘোষাল সহ বিভিন্ন নেতা নেত্রীরা।
Auto Amazon Links: No products found.