জামিন পেলেন আরাবুল ইসলাম


সোমবার,২৩/০৭/২০১৮
943

সাদ্দাম হোসেন মিদ্দে---

বারবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর অবশেষে জামিন পেলেন আরাবুল ইসলাম।আলিপুর জেলা দায়রা আদালতের বিচারপতি আরাবুলের আইনজীবীদের জামিনের আবেদন গ্রহণ করে জামিনের নির্দেশ দেন।

উল্লেখ,ভাঙড় পাওয়ার গ্রীড আন্দোলনের সমর্থক হাফিজুল হত্যা মামলায় গত ১২ মে আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।মমতা ব্যানার্জির নির্দেশে পঞ্চায়েত ভোটের ঠিক দুদিন আগে মোবাইল টাওয়ার লোকেশন ধরে বাড়ীর পিছনের বাগান থেকে পুলিশ তাকে ধরে।পঞ্চায়েত সমিতির আসনে পাওয়ার গ্রীড অঞ্চল থেকে পুলিশ হেফাজতে থেকেই বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হন আরাবুল।তার পর মমতা ব্যানার্জির সহানুভূতি আদায় করে নিয়েছিল। তাও জামিন ছিল অধরা।

অলিক চক্রবর্তীর জামিনের পর সোশাল মিডিয়ায় আরাবুলের জামিনের দাবীতে সরব হতে দেখা যায় অনুগামীদের।আজকে আরাবুলের জামিনের খবরে স্বভাবতই খুশি তার অনুগামীরা। এবিষয়ে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন,মুখ্যমন্ত্রী ও আইনের প্রতি আমাদের আস্থা ছিল। সত্যের জয় হল,ন্যায়ের জয় হল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট