সামাজিক অগ্রগতিতে পুলিশ! কাশীপুর


বুধবার,২৫/০৭/২০১৮
683

সত্যজিৎ মণ্ডল---

“গাছ লাগান প্রাণ বাঁচান ” এই উদ্দেশ্য কে পাথেয় করে সমাজ সাথির পরিচয় দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুর থানা। পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারনা বর্তমানে নীন্ম মানের। তাঁদের নিয়ে  অভিযোগ ও অঢেল। কিন্তু সেসবের পাত্তা না দিয়ে পুলিশ ও সামাজিক অগ্রগতি তে এগিয়ে আসতে পারে তার নিদর্শন এদিনের কাশীপুর থানার বৃক্ষরোপণ কর্মসূচী।

এদিন প্রায় ৭০০ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন পুলিশ প্রশাসন। আগামী দিনে আর গাছ লাগানো হবে বলে সূত্রের খবর। এদিন কাশীপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের উপস্থিতিতে থানার কিছু পুলিশ ও কিছু স্বেচ্ছাসেবীর উপস্থিতি কর্মসূচীকে গৌরবান্বিত করে তোলে।

সমাজের মূল্যবোধহীনতার সময় পুলিশের কিছু মানবিক কর্মসূচী সমাজের কাছে খুবিই সুখকর। বাল্যবিবাহ রোধ, রক্তদান শিবির, সম্প্রীতির ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ কর্মসূচী ইত্যাদির তার মধ্যে উল্লেখযোগ্য। এর মাধ্যমে একদিকে সামাজিক অগ্রগতি অন্যদিকে জনসংযোগ এর মত কাজ করে পুলিশ আর বেশী মানবিক হতে চাইছে। যা বর্তমান সমাজ বাস্তবতার নিরিখে খুবিই গুরত্বপূর্ণ। এমন মহতি কাজ কে সেলুট জানাই বাংলা এক্সপ্রেস।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট