মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থানে এক বাঙালী তনয়া


বুধবার,২৫/০৭/২০১৮
1766

সুমন করাতি---

মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থানে এক বাঙালী তনয়া। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মিস ইন্ডিয়া সেকেন্ড রানার আপ হল হুগলির রিম্পা ঘোষ।এই প্রতিযোগিতায় মিস্টার ও মিস ইন্ডিয়ায় অংশ নেয় মোট ১৬ হাজার ৯১১ জন প্রতিযোগী। ভারতের বিভিন্ন শহরে এর অডিশন হয়েছিল। গত 19 জুলাই দিল্লিতে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা হয়।এ খানে প্রধান বিচারকের আসনে ছিলেন অভিনেতা আব্বাস খান ও কর্ণধার বিনোদ আহলায়াত সহ আরো কিছু ব্যক্তিত্ব । মিস ইন্ডিয়ার প্রথম হয় উড়িষ্যার রিতু সান্টুকা। মোট পাঁচটি বিষয়ের উপর 5দিনের প্রতিযোগিতা হয় এখানে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

রিম্পা ঘোষ চুঁচুড়ার কেওটার ঘোষ পাড়ার বাসিন্দা।সে হাওড়ার নিতাই চরণ চক্রবর্তী মেডিকেল কলেজের হোমিও পাত নিয়ে ডাক্তারি পড়েছেন। নিজের স্বপ্ন সফল করতে প্রথমে কলকাতায় অডিশন দেয়। ভবিষ্যতে সে ফ্যাশন দুনিয়ায় মডেলিং ক্যারিয়ারে যেতে চায়।

https://youtu.be/cQnNcMJkCpA

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট