লালবাগ পুরসভার এক মহিলা সাফাইকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার সকালে এক যুবককে আটক করেছে জিয়াগঞ্জ থানার পুলিস। অভিযুক্ত যুবকের নাম কিষাণ ঘোষ(২২)। বাড়ি আজিমগঞ্জের গুড়িপাড়ায়। অভিযোগ সকালে রাস্তায় লোকজন না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক ওই সাফাইকর্মীকে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হলে ওই মহিলা সাফাইকর্মীর হাত ধরে টানাটানি শুরু করে অভিযুক্ত যুবক। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার আজিমগঞ্জ বিনপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আজিমগঞ্জের বিনপাড়ায় রাস্তা ঝাড় দিচ্ছিল ওই মহিলা সাফাইকর্মী। সাফাইকর্মীরচিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত।
এরপরেই জিয়াগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা সাফাইকর্মী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিস। জিয়াগঞ্জ থানার ওসি অভিজিৎ বসুমল্লিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে আটক করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার লালবাগ মহকুমা হাসপাতালে তোলা হবে অভিযুক্তকে।
Auto Amazon Links: No products found.