সুস্থ শরীরকে অসুস্থ করে তোলার যাত্রা


বৃহস্পতিবার,২৬/০৭/২০১৮
780

বাংলা এক্সপ্রেস---

যাত্রা না সুস্থ শরীরকে অসুস্থ করে তোলা। তাই বুঝতে পারছে না পথচলতি সাধারণ মানুষ। মাটির তলা থেকে পাইপলাইন পোঁতার কাজ হওয়ায় চুঁচুড়া শহরের রাস্তাঘাট বর্তমানে বেহাল। তারউপর বৃষ্টির জেরে নাভিশ্বাস হওয়ার জোগার শহরবাসীর। চুঁচুড়ার পাঙ্খাটুলি, পিপুলপাতি, কারবালা মোড়, চেরাইখানা, মল্লিককাশেম হাট প্রভৃতি এলাকায় যাতায়াত করাই দুর্বিসহ হয়ে উঠেছে। গর্ত, খানাখন্দে ভরা গোটা রাস্তা।

বৃষ্টির জেরে যার উপর দিয়ে যাতায়াত করা মানেই অসুস্থ হওয়ার জোগার। বৃষ্টি যদি আপাতত স্থগিত না হয় তা হলে বাড়ির বাইরে কিভাবে বের হওয়া যাবে তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না সাধারন মানুষ। যদিও এবিষয়ে শহরের উপপুরপ্রধান অমিত রায় বলেন আর কিছুদিন ধৈর্য ধরতে হবে পুজোর আগেই রাস্তাঘাট ঠিক হয়ে যাবে।

https://youtu.be/JXsE_K0aqM0

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট