বিশ্ববাজারে সিয়াওমি লঞ্চ করলো তার ফ্ল্যাগশিপ ফোন Mi ৮। ফোন টি তে আছে ৬.২১” স্ক্রিন , কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর , ৬ জিবি RAM, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, সাথে আছে ১২ মেগাপিক্সসেল + ১২ পেগাপিক্সসেল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সসেল ফ্রন্ট ক্যামেরা ও ৩৪০০mAh ব্যাটারি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল স্ক্রিন ডিসপ্লে যার মিল অনেকটা আপেল X এর মতো লাগে। ফোনটির ব্যাটারী ব্যাকআপ বেশ ভালো। ফোনটিতে সিকিউরিটি জন্য ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং যার ফেস আনলক অপসন দেওয়া হয়েছে। তবে ফোনটি সিয়াওমি জানিয়েছে যে এই মুহূর্তে ইন্ডিয়া তে লঞ্চ করার তাদের কোনো প্ল্যান নেই।
সিয়াওমি লঞ্চ করলো তার ফ্ল্যাগশিপ ফোন Mi ৮
মঙ্গলবার,৩১/০৭/২০১৮
877

রাজু আলম---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: