নওদায় চলন্ত ট্রেকারের ধাক্কায় আহত আট


মঙ্গলবার,৩১/০৭/২০১৮
767

বাংলা এক্সপ্রেস---

রবিবার রাত্রি ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে নওদা থানার ত্রিমোহিনী ঝাউবোনা ব্রিজের কাছে।  নওদা থানার ত্রিমোহিনী ঝাউবোনা ব্রিজের কাছে আসতেই চলন্ত ট্রেকারটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একজনসাইকেল আরোহীকে ধাক্কা মারে তারপর একজন চায়ের দোকানে বসে থাকা ইমলাক হক নামে এক ব্যাক্তিকে ধাক্কা মারে। পাশাপাশি একটি মোটর সাইকেল গিয়ে ধাক্কা মারে ওই ট্রেকারটি। শেষে চায়ের দোকানের সামনে গিয়ে ধাক্কা মেরে থেকে যায় ট্রেকারটি। ঘটনাস্থলেই কমপক্ষে ৮জন স্থানীয় মানুষ জখম হয়। গুরুত্বর আহত ইমলাক হককে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। উত্তেজিত জনতা ট্রেকারটিতে ভাঙচুর চালায়। পরে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট