ফোনে কথা বলতে বলতে লাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
759

বাংলা এক্সপ্রেস---

ফোনে কথা বলতে বলতে লাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম গৌতম দাস(২৬)। দুপুরে কাজ সেরে হোটেলে তাড়াতাড়ি ফেরার জন্য ভাবতা রেলগেটের লাইন বরাবর হাটতে শুরু করে। সেই সময় ওই যুবক মোবাইলে ফোন আসলে কানে হেডফোন দিয়ে কথা বলতে বলতে রেললাইন বরাবর হাটতে থাকে। ওই লাইনে আচমকা শিয়ালদহ থেকে লালগোলা গামী ট্রেন হঠাৎ তার সামনে চলে আসে। ট্রেনের ধাক্কায় ওই যুবক রেললাইনে পড়ে গেলে তার দেহ ট্রেনে কাটা পড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বেলডাঙ্গা থানার ভাবতা রেলগেটে। মৃত যুবকের বাড়ি ইসলামপুর থানা এলাকায়। মৃত যুবক ভাবতা বাজারের একটি হোটেলে কর্মচারীর কাজ করত। স্থানীয় সূত্রের খবর গত কাল রাত্রিতে হোটেলে কাজ করে বৃহস্পতিবার সকালে ভাবতার নেতাজী মোড় এলাকায় গিয়েছিল ব্যাক্তিগত কাজে। রেলপুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট