নির্ভরতার লক্ষে মহিলাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন। দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের প্রাক্তন সদস্য কাইজার আহমেদের উদ্দোগে ভাঙড় ১ ব্লকের মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন পেয়ে খুশি মহিলারা কাইজার আহমেদকে ধন্যবাদ জানান।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ইক্তিয়ার উদ্দিন।
মহিলাদের স্ব-নির্ভরতার লক্ষে সেলাই মেশিন বিতরণ
শুক্রবার,০৩/০৮/২০১৮
563
সাদ্দাম হোসেন মিদ্দে---